Share To:

ধন্যবাদ ডাক্তার ????
• হাসপাতাল/ ক্লিনিক/ চেম্বারে সেবা দানের জন্য।
• টেলিফোন/ ম্যাসেজিং সার্ভিস/ সোশ্যাল সাইটের মাধ্যমে সেবা দানের জন্য।
• অনলাইনে সেবা দানের জন্য।

সময়ের সাথে তাল মিলিয়ে, সর্বাত্মক চিকিৎসা সেবা দান করা এখন আরোও সর্বজনীন। ডাক্তারগণ ১) পেশাগত এড পোষ্ট করুন (ফ্রি), ২) ফোরামে যুক্ত হউন, এবং নিজেদের পরিচিতির পরিধি বাড়াতে ব্যবহার করুন LALELAL.ME ওয়েবসাইট।

Demo Ad (Visit) -এ বর্ণিত হয়েছে অন্যের সাহায্য ছাড়াই কিভাবে ফ্রি এবং নিত্যব্যবহার্য সাধারণ প্রযুক্তির মাধ্যমে ‘টেলে-ট্রিটম্যান্ট’ প্রদান করা যায় দূর থেকে দূরান্তে। এতে সেবার ক্ষেত্র বিস্তৃত করার পাশাপাশি ভাল চিকিৎসা সেবা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

শুধুমাত্র প্রচার বা প্রসারের জন্য নয়, বরং সাধারণ মানুষ যাতে প্রয়োজনে ডাক্তারকে খুঁজে পান সহজে, সেজন্য ডাক্তারগণ তাদের চিকিৎসা সেবার (চেম্বার ও টেলে-ট্রিটমেন্ট) বিবরণ সহ পেশাগত এড পোষ্ট করতে পারেনউল্ল্যেখ যে, সহজ এই সার্ভিসটি সবসময় বিনামূল্যে ব্যবহার করা যায়।

ডাক্তারগণ যাতে তাদের এক্সপার্টাইজ (স্পেশালাইজেসন) অনুযায়ী এড পোষ্ট (ওয়েবসাইটে: [+] Submit Ad) করতে পারেন, সেজন্য সকল বিভাগই (স্পেশালাইজেসন) অন্তর্ভুক্ত আছে। আর সাধারণ মানুষ, প্রয়োজনীয় ও উপযুক্ত ডাক্তার খুঁজতে পারেন কাঙ্খিত বিভাগ অনুযায়ী অনায়াসে।

ফোরামের মাধ্যমে ডাক্তারগণ সাধারণ মানুষদের আরোও কাছে যেতে পারেন স্বাচ্ছন্দ্যে এবং সুবিধামত সময়ে, একইসাথে নিজেদের পরিচিতি ও সেবা দানের পরিধিও বাড়াতে পারেন। অপরদিকে সাধারণ মানুষজন সমস্যার বিবরণ জানিয়ে, দিকনির্দশনামূলক জ্ঞান (সাধারণ উপসর্গের ঘরোয়া চিকিৎসা বা পথ্য, অথবা রোগের উপসর্গের বিপরিতে উপযুক্ত ডাক্তারের খোঁজ) পেতে পারেন ফোরাম ব্যবহার করে।

একদিকে ফোরাম যেমন সাধারণ মানুষদের জন্য আরোও বেশি সহযোগিতার ক্ষেত্র তৈরি করে, তেমনি যোগ্য নির্দেশনার এবং বিভিন্ন বিষয়ের উপর বর্ণনা, আলোচনা ও প্রশ্ন-উত্তরের মাধ্যমে ডাক্তারগনও তাদের পরিচিতি বাড়াতে পারেন। সোস্যাল সাইট, ম্যাসেজিং সার্ভিস, ব্লগিং সাইট বা ভিডিওর এর মাধ্যমে যেভাবে তথ্য ও জ্ঞান তথা সেবা দানের পাশাপাশি পরিচিতি বৃদ্ধি করা যায়, তেমনিভাবে ফোরামও বাড়তি সুবিধা দেয় আনেক ভাবে

◘ মোবাইল ফোন বান্ধব ওয়েবসাইট LALELAL.ME -এ, উন্নত ফোরামের (প্রশ্ন-উত্তর, আলোচনা, ব্লগিং, জ্ঞান- দিকনির্দেশনা প্রদান, ইত্যাদি) পাশাপাশি ডাক্তারগনের জন্য পেশাগত এড পোষ্ট (ফ্রি) করার সুব্যবস্থা আছে। একে অন্যের সাথে এই দুই উপাদানের (ফোরাম ও এড পোষ্ট) সম্পর্ক ও উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। একক বা উভয় বৈশিষ্ট্য ব্যবহারের মাধ্যমে ডাক্তারগন সাধারণ মানুষের আরোও কাছে যেতে এবং সেবার পরিধি আরোও বিস্তৃত করতে পারেবেন। অন্যদিকে, এই সকল সুবিধার কল্যাণে, সাধারণ মানুষের জন্য ভাল ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণের ও চিকিৎসা সম্পর্কিত জ্ঞান অহরণের পথ সহজ ও সুগম হবে।


প্রয়োজনীয় লিংক (Onscreen):
[+] Submit Ad   Forum Navigation in ≡ Menu   ➲ Login/ Register  

প্রয়োজনীয় লিংক ভিজিট করুন:
Demo Ad  Question & Answer: Health Forum  Question & Answer: Pregnancy & Parenting Forum  Dedicated Forum For Professional Doctors (under ≡ Menu Verve)  Dedicated Forum For Medical Students (under ≡ Menu Student’s Utopia) 

  Share To: