শর্তাবলী

অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।

সাধারণ শর্তাবলী

LALELAL.ME  এ বিজ্ঞাপনদাতাদের এবং ব্যবহারকারীদের দায়িত্ব হিসাবে যথাক্রমে বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও (“বিষয়বস্তু”) আপলোড বা ভিউ করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলা বাঞ্ছনীয়। LALELAL.ME কোনভাবেই দায়বদ্ধ নয় যদি এসকল বিষয়বস্তু বেআইনি হয় বা এতে অসত্য তথ্য থাকে।

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনও স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনও ব্যক্তি বা সত্তার অন্য কোনও অধিকার লঙ্ঘন করে না।

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে LALELAL.ME  সম্পূর্ণভাবে মুক্ত।

বিজ্ঞাপনদাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু LALELAL.ME  এর শর্তাবলী মেনে LALELAL.ME এর অংশীদার সাইটসমূহে বা সোশ্যাল সাইটে উপস্থাপন করা যেতে পারে।

স্বত্বাধিকার

বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনও ভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ LALELAL.ME  কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন। 

এই ওয়েব সাইটের যেকোনও ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড LALELAL.ME  এর সম্পত্তি, এবং এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।

জলছাপ

LALELAL.ME  এর সকল ছবি জলছাপ হীন। বিজ্ঞাপনদাতা প্রয়োজনে শুধুমাত্র LALELAL.ME  জলছাপ সম্বলিত ছবি আপলোড করতে পারবেন।

নিরাপত্তা এবং ছবি

LALELAL.ME  বিষয় বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। LALELAL.ME  অপ্রাসঙ্গিক বা LALELAL.ME  এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।

ইমেইল, ফেসবুক/ গুগল/ টুইটার একাউন্টের সাহায্যে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নামে শপ পেইজ তৈরি করতে পারে, এবং বিজ্ঞাপন প্রকাশ করতে পারেন। সংক্ষিপ্তাকারে প্রত্যেক বিজ্ঞাপন যেকোনও পেইজে প্রদর্শিত হতে পারে এবং বিস্তারিতভাবে বিজ্ঞাপন আলাদা পেইজে প্রদর্শিত হয়। এই সকল পেইজ LALELAL.ME  কর্তৃক যাচাইকৃত (ভেরিফাইড) থাকে না, এবং সেগুলো কোন প্রকার অসত্য তথ্য বা অসৎ উদ্দেশ্য, বেআইনি বিষয়/ বস্তুর উল্লেখ, প্রলভন, প্রদর্শন, প্রতারণা সম্পর্কিত হলে LALELAL.ME  তার দায় বহন করবে না। যেকোন পেইজ, যেকোনও মুহূর্তে LALELAL.ME  যাচাই (verify), সাসপেন্ড, রিমুভ বা ডিলিট করার একছত্র অধিকার রাখে।

LALELAL.ME , এর ব্যবহারকারীদের, বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন সমুহের সত্যতা নিশ্চিত করে না। LALELAL.ME, এর ব্যবহারকারীগনের ও বিজ্ঞাপনদাতাগণের, স্ব-স্ব মানবিক বিচারে বুদ্ধিলব্ধ কর্মকাণ্ড, কার্যাদি, মতামত ও ততসমতুল্য বিষয় নিয়ন্ত্রন করে না।

ব্যক্তিগত

LALELAL.ME  যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার সংরক্ষণ করে যদি কোনও বিষয়বস্তু প্রচলিত আইন লঙ্ঘন করে। উদাহরণ স্বরূপ, কোনও আইএসপি (ISP) দ্বারা বিজ্ঞাপণদাতা, ব্যবহারকারী বা ক্রেতার পরিচয় সনাক্ত করা হতে পারে। এছাড়াও, শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার জন্য
আইপি ঠিকানা (IP address) ও নিবন্ধন করা হতে পারে।

গোপনীয়তা

LALELAL.ME  ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি LALELAL.ME  ব্যবহার করার একটি শর্ত এবং প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, LALELAL.ME  কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। LALELAL.ME , সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনও ব্যক্তির সাথে LALELAL.ME  পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং LALELAL.ME -এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।

কুকিজ

এই সাইট “কুকি” ব্যবহার করে। অর্থাৎ, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি (একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন) সক্রিয় থাকতে হবে।

কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোনো ভিজিটরেরে জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনও ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।

ফ্রি বিজ্ঞাপন

বিজ্ঞাপন পোষ্টকারীগণের স্বীকারোক্তির অন্তর্গত আরোও বিষয় যে, বিজ্ঞাপন/ পোষ্ট এর যে কোনো অংশে যে কোনো প্রকার স্থির অথবা চলমান ভাবে ডিজিটাল বানিজ্যিক বিজ্ঞাপন (কমার্শিয়াল  এডভার্টাইজমেন্ট) বা ব্যানার এড সম্বলিত/ সম্পর্কিত কোন পোষ্ট সাবমিট (Submit Ad) করা যাবে না। এছাড়াও বিজ্ঞাপনের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের/ গোষ্ঠীর/ সংস্থার/ ঐক্যের নিজস্ব পন্যের, প্যাকেজের বা সেবার পক্ষে বিজ্ঞাপন জুড়ে দেওয়া যাবে না।

দেশের প্রচলিত আইন বিরোধী/ বেআইনী কোনো পন্য বা সেবার এড সাবমিট করা যাবে না। অস্বাভাবিক, অবাস্তবিক, অতিরঞ্জিত কোনো বিজ্ঞাপন, ব্যাবহারকারীদের ধোঁকা বা প্রতারণার উদ্দেশে সাবমিট করা যাবে না। এহেন সাবমিটেট বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ায় উদ্ভূত সকল দায়ভার উক্ত বিজ্ঞাপনদাতা বহন করিবেন এবং LALELAL.ME যেকোনো প্রকার দায়ভার থেকে মুক্ত বলে বিবেচিত হবে।

ব্যাবহারকারীগন, LALELAL.ME  এ প্রদর্শিত প্রত্যেক বিজ্ঞাপন মানবিক বিচার, বিবেক, বুদ্ধির দ্বারা বিচার করতে নিজ দায়িত্ব পালন করবেন। যেকোনো বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের, পরিবারের, সমাজের, জাতি-ধর্মের তথা যে কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের, পন্যের আর্থিক বা নৈতিক ক্ষতির সকল দায়ভার শুধুমাত্র উক্ত ব্যাবহারকারী ব্যক্তি বহন করবেন এবং LALELAL.ME  যেকোনো প্রকার দায়ভার থেকে মুক্ত বলে বিবেচিত হবে।

ভিডিও

LALELAL.ME তে প্রদর্শিত ভিডিও গুলি বিজ্ঞাপনদাতাগণের স্ব স্ব স্বত্বাধিকার বলে বিবেচিত হবে। সংযুক্তির লক্ষ্যে ভিডিও গুলি নির্দিষ্ট ক্যাটাগরিতে গ্রহণযোগ্যতা থাকতে হবে প্রকাশে জন্য। ভিডিও তৈরিতে বাংলাদেশকে এগিয়ে নিতে LALELAL.ME এর একটি চেষ্টা হিসাবে এই সেবাটি বিবেচিত হবে। ভিডিও'র সময়কাল ৫ থেকে ১০ মিনিটের মধ্যে হওয়াই নির্দেশিত। তৈরি ভিডিও'র ভিজিটের পরিমাণ বৃদ্ধি করাই LALELAL.ME এর উদেশ্য তবে তার নিশ্চয়তা LALELAL.ME স্বীকার করে না। YouTube ও Vimeo এর নির্দেশিত শর্তাবলী ও নিয়ম নীতি স্ব স্ব ভিডিও পোষ্টকারীগণ মেনে চলবেন এবং উক্ত সেবার নির্দেশিত শর্তাবলী ও নিয়ম নীতি ভঙ্গন করার দায় LALELAL.ME বহন করে না।

ব্যবহারকারীদের ব্যক্তিগত ঠিকানা

LALALAL.ME এর সেবা উপভোগ করতে ব্যবহারকারীগণের/ বিজ্ঞাপনদাতাগণের ব্যক্তিগত ঠিকানা সংযুক্তি বা প্রচার অবশ্যক নয় এবং তা LALALAL.ME এর সেবার সাথে সম্পকিত নয়। বিজ্ঞাপনদাতাগন প্রয়োজনে নিজস্ব প্রোফাইল অপশনের About Us এর মধ্যে তাদের ব্যক্তিগত/ প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা (ফোন নাম্বার, ইমেইল) সংযুক্ত করতে পারেন, যা বিজ্ঞাপনদাতাগনের নিজস্ব (সেলার/ শপ) পেইজে এবং প্রত্যেক সচল (Live) বিজ্ঞাপনের পেইজে উন্মুক্তভাবে প্রদর্শিত হবে। ব্যবহারকারীগণের ব্যক্তিগত/ প্রতিষ্ঠানের ঠিকানা, LALELAL.ME যাচাই (verify) করে না এবং সঠিক বলে দাবী করে না। LALELAL.ME , ব্যবহারকারীগণের ব্যাক্তিগত এবং সংবেদনশীল ঠিকানা ব্যবহার উদ্বুদ্ধ করে না বরং সতর্কতার পরামর্শ প্রদান করে। ব্যবহারকারীগণের/ বিজ্ঞাপনদাতাগণের যেকোনো ঠিকানা সম্পর্কিত জটিলতা, ক্ষতি, নিরাপত্তাহীনতা, প্রভৃতি বিষয়ে LALELAL.ME এর কোন দায়বদ্ধতা নেই।  

প্রত্যেক বিজ্ঞাপন সংযুক্ত করতে বিজ্ঞাপনের একটা স্থানের (Location) প্রয়োজন হয় এবং তা আগে থেকেই LALELAL.ME -এ সংযুক্ত এলাকা সমুহের মধ্যে থেকে নির্বাচন করতে হয়। বিজ্ঞাপনদাতাগণের সংযুক্ত ঐ সকল এলাকা সমুহের বাইরে অন্য কোন স্থান নির্বাচন করার সক্ষমতা নেই। বিজ্ঞাপনদাতাগণ প্রয়োজনে নতুন স্থান সুংযুক্তির জন্য পরামর্শ দিতে পারেন, এবং তা সংযুক্ত করা হবে, কি হবে না, তা LALELAL.ME  এর একক সিদ্ধান্ত
হিসাবে বিবচিত হবে।

ব্যবহারকারীদের ইমেল ঠিকানা

LALELAL.ME  তে রেজিস্ট্রেশান করার জন্যে ব্যবহারকারীগনের/ বিজ্ঞাপনদাতাগণের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীগনের/ বিজ্ঞাপনদাতাগণের ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না এবং অন্যান্য ব্যবহারকারীগণ LALELAL.ME এর মাধ্যমে ঐ ব্যবহারকারীর নিকট ইমেইল পাঠাতে পারবেন না।

ম্যাসেজ আদান-প্রদান

LALELAL.ME  এর সেবার মধ্যে, একজন নিবন্ধভুক্ত (রেজিস্ট্রারড) ব্যবহারকারী সাইন-ইন করার মাধ্যমে যেকোনো বিজ্ঞাপনদাতার সঙ্গে ম্যাসেজ আদান প্রদান করতে পারবেন এবং সেসব ম্যাসেজ LALELAL.ME  কর্তৃপক্ষ পড়তে, মুছে ফেলতে (Remove/ Delete) পারবে। কোনোও ম্যাসেজ স্থানান্তর (Sent) না হলে অথবা মুছে (Remove/ Delete) গেলে এবং সেজন্য উদ্ভূত যেকোনোও সমস্যা, ক্ষতি, দায় বদ্ধতা LALELAL.ME  বহন করবে না। ব্যক্তিগত বা বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত নয় এমন ম্যাসেজ আদান-প্রদান LALELAL.ME  এর ব্যবহার শর্তাবলী বিধির সম্পূর্ণ পরিপন্থী এবং ম্যাসেজ আদান-প্রদান, ম্যাসেজের ভাষার ব্যাবহার, ম্যাসেজের বিষয়-বস্তুর জন্য যেকোনো দায়বদ্ধতা ম্যাসেজ আদান-প্রদানে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই LALELAL.ME  ম্যাসেজ সম্পর্কিত কোনো দায়ভার বহন করবে না।

বিজ্ঞাপনদাতার ফোন নম্বার

বিজ্ঞাপন পোষ্ট করার জন্য ফোন নাম্বারের ব্যবহার প্রয়োজন হয়, এবং তা প্রত্যেক বিজ্ঞাপনের বিস্তারিত পেইজে উল্লেখ থাকে। নিবন্ধভুক্ত (রেজিস্ট্রারড) ব্যবহারকারীগন/ বিজ্ঞাপনদাতাগন তাদের নিজস্ব একাউন্ট হালনাগাত (Update) করতে ফোন নাম্বার সংযুক্ত করতে পারেন এবং ফোন নাম্বার সংযুক্তি আবশ্যক। একাউন্টে সংযুক্ত ফোন নাম্বার প্রত্যেকের প্রোফাইলের সাথে সর্বসাধারনের জন্য উন্মুক্তভাবে প্রকাশিত হবে।

কোন ফোন নম্বারই, LALELAL.ME  কর্তৃক যাচাইকৃত (ভেরিফাইড) না, এবং LALELAL.ME  সেগুলি তদন্ত করে না বা নজর রাখা না। বিজ্ঞাপনদাতাদের/ ব্যবহারকারীদের প্রদত্ত ফোন নাম্বারের মাধ্যমে LALELAL.ME  এর ব্যবহারকারীদের/ বিজ্ঞাপনদাতাদের যে কোন প্রকার ক্ষতির,
নিরাপত্তাহীনতা সহ প্রভৃতি অবস্থার দায় ভার LALELAL.ME , এর কর্তৃপক্ষ, বা কর্মীরা বহন করবে না।

সাইটের প্রাপ্যতা

LALELAL.ME  ওয়েবসাইটে নিরবিছিন্ন বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় “যেমন আছে" এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।

তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক

LALELAL.ME  এ অন্য ওয়েবসাইট (‘তৃতীয় পক্ষের
ওয়েবসাইট)এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনও বিষয়বস্তুর জন্য LALELAL.ME দায়ী থাকবে না এবিং তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী LALELAL.ME ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।

পরিশোধিত বিষয়বস্তু

LALELAL.ME -এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হতে পারে, যার মধ্যে রয়েছে (তবে শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়) মেম্বারশিপ প্যাকেজ ও বিজ্ঞাপন প্রমোট।

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ স্ব-ইচ্ছায় LALELAL.ME  এ অর্থের বিনিময়ে কোনও বিষয়বস্তু (“পরিশোধিত বিষয়বস্তু”)  পোস্ট করার ইচ্ছা পোষণ করলে পরিষেবা প্রদানকারী কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য স্থানান্তর করার প্রয়োজন হতে পারে, যা ঐ পক্ষের নিজস্ব বিধিমালা দ্বারা পরিচালিত হতে পারে। পরিষেবা প্রদানকারী যেকোনও তৃতীয় পক্ষের সাথে যুক্ত হওয়ার বিষয়টি বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারী তাঁর সম্পূর্ণ নিজস্ব ঝুঁকিতে করে থাকেন এবং এর সাথে সম্পর্কিত যেকোনও দায় থেকে LALELAL.ME  মুক্ত। পরিশোধিত বিষয়বস্তু সংক্রান্ত কোনও বিষয়ের বিপরীতে কোনরূপ অর্থ ফেরত প্রদানে LALELAL.ME  বাধ্য থাকিবে না।

মেম্বারশিপ

মেম্বারশিপ প্যাকেজের অংশ হিসেবে, LALELAL.ME  ব্যবহারকারীর বা তার প্রতিষ্ঠানের জন্য শপ পেইজ তৈরি করার, নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন যুক্ত করার, বিজ্ঞাপন নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য প্রদর্শনের ব্যবস্থাকে অবমুক্ত করে। প্যাকেজে নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন প্রমোশন করার ব্যবস্থা যুক্ত থাকতে পারে বা আলাদাভাবে ক্রয় করা যেতে পারে। মেম্বারদের শপ পেইজ হলো LALELAL.ME  এ একটি নিবেদিত ওয়েবপেজ, যা ব্যবহারকারী কর্তৃক রক্ষণাবেক্ষণ হয়ে থাকে বা প্রদত্ত বিষয়বস্তুর মাধ্যমে LALELAL.ME  রক্ষণাবেক্ষণ করে থাকে। ব্যবহারকারী কর্তৃক শপে যোগ করা যেকোনও বিষয়বস্তুর উপর LALELAL.ME এর অধিকার রয়েছে এবং যদি তা প্রচলিত বিধি ও শর্তাবলীকে যেকোনও ভাবে লঙ্ঘন করে তাহলে তা সরিয়ে ফেলার বা প্রকাশ না করার অধিকার রয়েছে।

LALELAL.ME প্যাকেজের মূল্য ও বিষয়বস্তু সহ
মেম্বারশিপ প্যাকেজ সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

যদি কোনও কারণে নির্ধারিত সময়ের আগেই মেম্বারশিপ প্যাকেজ বাতিল করা হয়, তাহলে অর্থ বা পরিষেবাসমূহ ফেরত দেওয়ার জন্য LALELAL.ME  বাধিত নয়।

দাবিত্যাগ

LALELAL.ME  এর যেকোনোও সেবা ব্যবহারের জন্য/ মাধ্যমে নিম্নোক্ত কারনে অথবা অন্য যেকোনও কারনে উদ্ভূত যেকোনও ধরনের ক্ষতি, দাবি এবং দায়ের বিষয়ে LALELAL.ME  কখনও কোনো দায় বহন করে না, এবং দায় মুক্ত থাকে – (ক) LALELAL.ME  বা এর বিজ্ঞাপনের/ বিষয়বস্তুতে যেকোনও ধরনের ত্রুটির জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়, কারিগরি বা বানানগত ত্রুটি; (খ) LALELAL.ME  এ প্রদত্ত লিংকের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনও ওয়েবসাইট বা তার বিষয়বস্তুতে প্রবেশ করলে; (গ) LALELAL.ME  সাইটের অপ্রাপ্যতার; (ঘ) আপনি LALELAL.ME  এর বিষয়বস্তু ব্যবহার করলে অথবা, (ঙ) LALELAL.ME  এর সাথে সম্পৃক্ত যেকোনও পণ্য বা সেবা ব্যবহার
করলে।

ক্ষতিপূরণ

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে (অবহেলা বা ভুল কাজ সহ) অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সব ধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে LALELAL.ME  এবং এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।

পরিবর্তন

LALELAL.ME  এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এই জাতীয় পরিবর্তন কার্যকরী হতে পারে LALELAL.ME -এ প্রকাশিত হওয়ার পর থেকেই। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ। LALELAL.ME -এ আপনার ক্রমাগত প্রবেশ অথবা এর ব্যবহারের ফলাফল হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে গণ্য হবে।

পরিচালনাকারী/নিয়ন্ত্রণকারী আইন

LALELAL.ME  বাংলাদেশের আইনের অধীনে পরিচালিত হয়। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে সম্মত হন যে, LALELAL.ME  ব্যবহার সংক্রান্ত কোনো ধরনের বিরোধ বা দাবির উপর প্রথম অনুরোধের আদালত হিসেবে বাংলাদেশের আদালতের সাথে থাকবে।