Join LALELAL.ME & Reveal The Benefits, Opportunities And Potentials Of
ভাবর্থ বাংলায় পড়ুন (ক্লিক/ স্পর্শ করুন)
স্টুডেন্টদের জন্য নিবেদিত ফোরাম “Student’s Utopia”, যেখানে নবম শ্রেণী থেকে ইউনিভারসিটির উচ্চতর ডিগ্রী পর্যন্ত স্টুডেন্টরা নিজ নিজ ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, বা ক্লাস অনুযায়ী বিভিন্ন বিষয়ে (পড়াশুনা, সিলেবাস/ পাঠ্যক্রম, সাবজেক্ট, প্রতিষ্ঠান, সমসাময়িক ঘটনা, সতর্কতা, ঘোষণা, সংবাদ, পরীক্ষা ইত্যাদি) আলোচনা, মতামত, যুক্তি, সমস্যা সমাধান সহ জ্ঞান আদান প্রদান করতে পারবেন সহজে। এটি দেশের একই ক্লাসে বা বিষয়ে বা ফ্যাকাল্টিতে অধ্যায়নরত সব মেধার সকল ছাত্র-ছাত্রীকে একত্র করার একটি অগ্রগামী প্রচেষ্টা যার মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ (Connection) স্থাপন তৈরি করা যাবে নিমিষেই চাইলে।
এটি একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম এবং সকল সুবিধা ও বৈশিষ্ট্যে অনন্য। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রত্যেকের মানানসই উন্মুক্ত ফোরামে পছন্দনীয় বিষয়ে টপিক (Topic) তৈরি করা যায়। রিপ্লাইয়ে (Reply) পাশাপাশি, প্রত্যেক টপিকে ও রিপ্লাইয়ে- কোট রিপ্লাই (Quote Reply), লাইক/ আনলাইক (Like/ Unlike), রিপোর্ট (Report), নিজের টপিককে সল্ভড/ আনসল্ভড (Solved/ Unsolved) করা যায়, ইত্যাদি। ছবি/ ভিডিও আপলোডের সুবিধা (বন্ধ করে রাখা হয়েছ যাতে ব্যবহারকারিদের ডাটা (MB) কম খরচ হয়) ছাড়া সকল সুবিধাই আছে এতে।
সকল প্রতিষ্ঠানের স্টুডেন্টদের মিলন মেলার মত এটি কাজ করে। মেধাবীরা নিজেদের প্রয়োজনের পাশাপাশি অপেক্ষাকৃত পিছিয়ে পরা বা অবহেলিত স্টুডেন্টদের এগিয়ে নিতে ভূমিকা রাখবেন তাদের অবদানের (ব্যবহারের) মাধ্যমে। অপরদিকে, পড়াশুনা ও মেধার উন্নয়নের পাশাপাশি, মেধাবীদের সাহচর্যে দুর্বলরাও আত্নবিশ্বাসী হতে পারবেন সহজেই।
এছাড়াও শ্রেণীভুক্ত নির্দিষ্ট অধ্যায়ে/ বিষয়ে সবার প্রশ্ন করার ও উত্তর দেওয়ার জন্য ভিন্ন প্রশ্ন-উত্তর ফোরামটিও অনন্য এবং এটি অন্য পরিচিত প্রশ্ন-উত্তর প্লাটফর্মের মতো এবং সুবিধা সমন্বিত।
স্বতন্ত্রতাবাদের মধ্যদিয়ে নিশ্চিত ব্যর্থতার চেয়ে, অন্যদেরকে সাথে নিয়ে নিজেকে শক্তিশালী করে ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করুন।
LALELAL.ME এর ফোরামে (স্টুডেন্ট ইউটোপিয়া, প্রশ্ন-উত্তর) প্ল্যাটফর্মে বিশেষকরে ছাত্ররা বিভিন্ন বিষয় অনুশীলন করতে পারেন বড় পরিসরে, একই বয়সের/ রকমের অন্য অনেক ছাত্রদের সাথে। এতে আনেক কিছুই শিখতে পারবেন, অন্যকে শিখাতে পারবেন, যা তথাগত পাঠ্য বিষয়ের অন্তর্গত ও বাইরেরও কিছু বিষয়। এর মধ্য দিয়ে, আপনি ব্যাক্তিগতভাবে ও সম্বিলিতভাবে নিয়ন্ত্রিত (সদস্যের) বিভিন্ন কর্তব্য ও দায়িত্ব পালনের অনুশীলন করার মাধ্যমে নিজেকে আরোও দক্ষ করে তুলতে পারবেন।
এই সুবিধাটির ব্যবহার নিজে শুরু করুন, পরিচিতদের আহ্বান করুন, পরিচ্ছন্ন ও সর্বোত্তম ভাবে উপভোগ করুন।
কমিউনিটি ফোরামে সকল সদস্যই সমান সুযোগ উপভোগ করতে পারেন। নিজেদের কমিউনিটিতে উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারেন, এবং কমিউনিটির ব্যবহারবিধির উন্ন্যয়নে ভুমিকা রাখতে পারেন। সকল স্পর্শকাতর ও বিরক্তিকর বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন এবং অন্যের এমন কিছু নজরে এলে রিপোর্ট করতে পারেন (এতে পয়েন্টও পাওয়া যায়)। লক্ষ্যনীয় যে, সকল প্রকার মানুষের সমন্বয়েই যে কোনো কমিউনিটি পরিচালিত হয় এবং প্রত্যেক সদস্যই তাদের কমিউনিটিকে আশানুরূপ উপযোগী করতে ভুমিকা রাখেন।
Link To Log In Or Register? (Click/ Tap)
Phone Browser:
LALELAL.ME Will Allow Members To Practice Everything As Long As Other Members Report Or Raise Voice Against For The Good Health Of The Community. However, Some
Learn More On Loyalty Points (visit to check your LPs …)
Share To:
You must Register or Login to post a comment