বাউল শিল্পী,গীতিকার, সুরকার, লেখক জীবন দেওয়ান । ক্যারিয়ারে প্রায় দেড় হাজারেরও বেশি গান পরিচালনা করেছেন। ১৯৯৩ সাল থেকে লিখা শুরু করেন। ১৯৯৭ সালে ‘ডেগ বসাইয়া আমার খাজা এসেছে’ এই গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার বিখ্যাত গানগুলোর মধ্যে ‘কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজারে’, 'মহাপাপী অপরাধী’, 'তোমার বুকের সিংহাসনে’।