কখনো কখনো এমন সময় আসে, ব্যাক্তি প্রেমের উর্ধ্বে উঠে যখন দেশ ও মানবতার প্রেমে নিজেকে সমর্পণ করতে হয়। মানব-মানবীর চাঁদ-ফুল-জ্যোছনার প্রেম তখন কেবলই বিলাসিতা! এমনই উপলব্ধিতে মহিয়সী প্রেমিকা তাঁর প্রেম ভুলে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় প্রেমিককে। এই আহ্বান প্রতিধ্বণিত লতা মঙ্গেশকরের ‘আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে’ গানে।