রেহানা মরিয়ম নূর। বাংলাদেশী এক তরুণের বানানো শতভাগ বাংলাদেশী একটা সিনেমা। আপনি যদি সিনেমা নিয়ে একটু খোঁজখবরও রেখে থাকেন, তাহলে এই সিনেমাটার নাম নিশ্চয়ই শুনেছেন গত কিছুদিনে। যদি না শুনে থাকেন, তাহলে জেনে রাখুন, বাংলাদেশী এই সিনেমাটা ঝড় তুলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জগদ্বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' বিভাগে অফিসিয়ালি মনোনীত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মিত এই বাংলাদেশি সিনেমাটি।
You must Register or Login to post a comment