একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সুর, কথা ও গানে প্রেরণা যুগিয়েছিলেন কোটি হৃদয়ে। সেই সুর বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্ম। বিজয় দিবসে রবি’র আয়োজন, অর্কেস্ট্রা ও পারফরম্যান্স-এর সমন্বয়ে ‘বিজয়ের সুরের নতুন এক্সপেরিয়েন্স’। দেশের জনপ্রিয় শিল্পীদের সাথে ‘নোঙ্গর তোল তোল’ গানে কণ্ঠ মিলিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ।
You must Register or Login to post a comment