চীনের মহাপ্রাচীরের কথা আমরা সবাই জানি। কিন্তু জাপানেও যে এক মহাপ্রাচীর নির্মান করা হচ্ছে তা অনেকেরই অজানা। চীনের মহাপ্রাচীর নির্মান করা হয়েছিল বহিঃশত্রুর হাত থেকে চীনকে রক্ষা করতে। অন্যদিকে জাপানের উপকূলবর্তী অঞ্চলগুলোকে সুনামির মত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে জাপানের মহাপ্রাচীর নির্মান করা হচ্ছে। এই প্রাচীরের গড় উচ্চতা প্রায় ৪৬ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ৪০০ কিলোমিটার।