আমরা মুভি বলতে নাচে গানে আর ক্রাইমে ভরপুর এমন ভিজুয়ালকে বুঝি। কিন্তু একটা ভালো সিনেমা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি যদি একজন হতাশাগ্রস্থ মানুষ হন, কিংবা পরিবারের প্রতি মায়া ভালোবাসা হারিয়ে ফেলেছেন ভেবে থাকনে আজ এই ভিডিওটি একান্ত আপনার জন্যে। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি , এই ভিডিওটি আপনাকে নতুন করে জন্ম দিবে; শেখাবে পরিবারের প্রতি আমাদের দায়, কিভাবে লড়াই করে বেচে থাকার আশার ভেলা বেয়ে চলতে হয়। বলছি বিশ্বখ্যাত ইরনী সিনেমা চিলড্রেন অব হ্যাভেন এর কথা; বলা হয় এক জোড়া ছেড়া জুতো দেখিয়ে মাজিদ মাজিদী সেবার সারা বিশ্বের বাঘা বাঘা সব সিনেমার মধ্যে থেকে অস্কার নিয়ে গিয়েছিলেন; যে সিনেমার তাৎপর্যতা আর বিশালতা সারাবিশ্বের সিনেমার মধ্যে একে অমর করে রেখেছে। এই সিনেমাটি নিয়ে আজকের এই পর্ব নির্মাণ করতে গিয়ে বারবার আমাদের-ই চোখ ভিজে এসেছে, এতো নির্মম এক বাস্তবতার সেই গল্প হার মানাবে আপনাকেও । থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত,