হেল্প এবং সাপোর্ট | যোগাযোগ করুন:

নিচের প্রশ্ন-উত্তরের মাধ্যমে জানতে/ বুঝতে পারবেন কেন lalelal.me (লালেলাল.মি) কে সেরা হিসাবে ব্যবহার করবেন।

lalelal.me (লালেলাল.মি) তে কেন এড দিবেন?

প্রয়োজনীয় সব ধরনের এড পোষ্ট করার জন্য lalelal.me (লালেলাল.মি) সত্যিই অনুকরণীয়। এটি একটি বৈশিষ্ট সমৃদ্ধ (ফিচারফুল) ওয়েব অ্যাপ।  

√ lalelal.me এ সব এড ফ্রিতে পোষ্ট করতে বা দেখতে পারবেন। এই ওয়েব অ্যাপ টি যেমন আধুনিক তেমনি সহজে ব্যবহার করা যায়। 

√ lalelal.me ব্যাবহারকারী বান্ধব। নতুন ব্যবহারকারীও সহজে এটিকে ব্যবহার যেন করতে পারেন, সেজন্য উপযুক্ত বর্ণনা ও উদাহরণ উপস্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

√ lalelal.me এ পোষ্টকৃত এড ভিজিটররা যাতে এক নিমিশেই দেখতে পারেন, সেজন্য এর ডিজাইন ও এড প্রদর্শন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। এড পোষ্ট কারীদের জন্যও সহজ ব্যবহার পদ্ধতি। 

√ ফেসবুক/ ই-কমার্স ও অন্য  বিক্রেতাদের জন্যও lalelal.me উৎকৃষ্ট। এডদাতা ও এড ভিজিটররা ম্যাসেজ আদান – প্রদান করতে পারেন সহজে ফেসবুকের আদলে যা  lalelal.me এর অন্যতম বিশেষত্ব। এছাড়া ফোনে সরাসরি যোগাযোগ ব্যাবস্থা তো আছেই (অ্যান্ড্রয়েড/ আইফোন ব্যবহারকারীরা এড ভিজিট করলে ফোন স্ক্রিনের নিচে অপশন টি পাবেন)। 

√ lalelal.me বিশেষভাবে মোবাইল ফোন উপযোগী, আলাদা কোন অ্যাপ এর দরকার নেই। ট্যাব, ডেস্কটপ কম্পিউটার কিংবা বড় স্ক্রিনের ডিভাইসেও ব্যবহার করা যায়।  

√ প্রচারেই প্রসার হয়। 

lalelal.me এর কোনো সেবার জন্য কি টাকা পরিশোধ করতে হয়?

আমাদের অফিসে/ শাখায় অথবা কোন কর্মরত/ পরিচয় দানকারী ব্যক্তিকে টাকা দেওয়ার কোনই প্রয়োজন নেই এমন ঘটনা উপলদ্ধি হলে সতর্কতার সাথে বিরত থাকুন। লালেলাল.মি এর সকল সেবা সম্পূর্ণ ফ্রি। তাছাড়া  নিশ্চিত হতে যোগাযোগ করুন।

কিভাবে প্রোফাইল আপডেট এবং এড পোষ্ট করবেন?

নিচের নির্দেশনা গুলি লক্ষ্য করুনঃ

১. সাইন-আপ (রেজিস্টার) / সাইন-ইন (লগ-ইন) করুন মাধ্যমে।

২. একাউন্ট প্রফাইল আপডেট করুন Ω মাধ্যমে।

৩. এড তৈরি করুন Submit Ad বা [+] মাধ্যমে।
৪. এড সাবমিট করুন (এড টি কোন ক্যাটাগরিতে হবে?) Save Ad এর মাধ্যমে।

এডের ছবি আপলোড হচ্ছে না, কি করতে হবে?

ছবি আপলোড করার আগেই প্রত্যেকটিকে উপযোগী করুন। অনলাইনে, কম্পিউটারে বা মোবাইলে খুব সহজেই ছবির সাইজ ও আকার প্রস্তুত করে নিতে পারেন। বড় সাইজের ছবি মানেই এড ভিজিটরের জন্য ডাটার খরচ বাড়াবে এবং ধির ইন্টারনেট সেবার সময় তা দেখতে বেশি সময় লাগবে। এতে এড ভিজিটরের অনাগ্রহ তৈরি হতে পারে। 

Prepare images before uploading. Upload images larger than 300px x 250px. Max number of image is 1. Max image size is 5MB.

বাংলাঃ আপলোড করার আগেই ছবি প্রস্তুত করুল। প্রত্যেক ছবিই ৩০০ (পাশে) X ২৫০ (উচ্চতায়) পিক্সেলের বেশি হতে হবে। অনধিক ১ টি ছবি। সর্বচ্চো ৫ এমবি মধ্যে ।

একই এড এক বারের বেশি কেন পোষ্ট করবেন না?

বেশি বেশি বার একই এড দেখলে যে কোনো ব্যক্তির (ভিজিটর) সন্দেহ তৈরি হয় এবং তারা সেসব এড এড়িয়ে যান। মাত্বাৃভাষা বাংলায় একবার (প্রয়োজনে ইংরেজিতে আবার) পোষ্ট করাই উত্তম ও শোভন। বাংলা সবাই বুঝে।

সাধারনত একই এড বারবার পোষ্ট করলে তা ভালোর চাইতে খারাপই হয়। Lalelal.Me তে পোষ্টকৃত এড ভিজিটররা যাতে এক নিমিশেই দেখতে পারেন, সেজন্য এর ডিজাইন ও এড প্রদর্শন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।

আপনার পোষ্টকৃত এড কিভাবে খুজে পাবেন?

ভিজিট একাউন্টে (Ω) গিয়ে Your Ads এ পাবেন।

এডের সংখ্যা বেশি থাকলে কিভাবে সহজেই খুঁজে পাবেন?

আপনার এড (গুলোকে) পাবেন All এর ভিতরে। তাছাড়া লাইভ, এক্সপায়ারড ও সোল্ড এর ভিতর স্ব স্ব এড দেখতে পাবেন (উপরে বাম ধারে)।

এড খুঁজে পেতে ব্যবহার করতে পারেন ফিল্টার অপশন (উপরে ডান ধারে)। 

পোষ্টকৃত এড (গুলো) কে কিভাবে দেখবেন, পরিবর্তন বা ডিলিট করবেন?

 'ভিউ এড' (এড দেখুন), 'এডিট এড' ও 'ডিলিট এড' অপশন গুলি প্রত্যেক এডের ডান পাশে যথাক্রমে আছে। 

পেন্ডিং (Pending) এড কি?

সাবমিটকৃত এড লাইভে (Live) আসার আগ মুহূর্ত পর্যন্ত পেন্ডিং থাকে।

আপনার এডটি কত দিন পরে বিলুপ্ত (expire) হবে?

স্বাভাবিক ভাবে এড ৬০ দিন পর বিলুপ্ত (এক্সপায়ার) হবে। তবে চাইলে যেকোনোও এড যেকোনো সময় SOLD এর মাধ্যমে বা Delete করার মাধ্যমে আপনি নিজেই এর বিলুপ্তি (এক্সপায়ার) করতে পারবেন। কোনও এড কে SOLD করতে, আপনার উক্ত এড এর ডান পাশে Edit অপশনে যান এবং Mark As Sold অপশনটি টিক দিয়ে Save Ad করুন।  

Demo Ad (ডেমো এড) কিসের জন্য?

এই এড গুলি Admin (এডমিন) কর্তৃক সাবমিট করা হয়েছে; বস্তুত এগুলি এডের ধরণ বুঝতে সাহায্য করবে এবং এড সাবমিট করতে সহায়ক হবে। 

আপনি কোন এড পোষ্ট করতে পারবেন না?

দেশের প্রচলিত আইন বহির্ভূত কোন পণ্য, সেবা, পারদর্শিতা, ছবি সমুহের এড দেওয়া যাবে না। এছাড়াও এমন কোন এড দেওয়া যাবে না যাতে ইচ্ছাকৃত/ অনিচ্ছাকৃত ভাবে কোন ব্যাক্তি, গোষ্ঠী, জাতি-ধর্ম, সমাজ ব্যবস্থা, এলাকা, পণ্য, সেবা, প্রতিষ্ঠান, যেকোনো মতাদর্শের/ শ্রেণী-পেশার মানুষ/ সেবা অপমানিত/ হেয়পতিপন্ন/ আঘাতপ্রাপ্ত হয় বা ভাবমূর্তি ক্ষুন্ন হয়। 

প্রদর্শিত এডগুলি কি পরীক্ষিত/ যাচাইকৃত?

এড গুলি যাচাইকৃত/ পরীক্ষিত নয়। প্রয়োজনে স্ব-স্ব সাবধানতা আবশ্যক।

আপনার প্রশ্ন বা মতামত জানান: