কারও কাছ থেকে কিভাবে যে কোনকিছু অর্জন করতে পারেন SMART ব্যক্তিরা?
Share To:তাদের নৈমিত্তিক কথোপকথন, তাদের কথায় শব্দের প্রয়োগ, তাদের পরিবার- বন্ধু- সহযোগী- বিরোধীদের সাথে আচরণ করার পদ্ধতি অনুসন্ধান ও পর্যালোচনা করলে বিষয়টি সহজেই উপলব্ধি হয়। এই SMART ব্যক্তিদের কার্যকর এইসব “অর্জনযোগ্য” দক্ষতাগুলি যখনই আপনি আয়ত্ত করবেন, তখন নতুন পরিচিতজন থেকে শুরু করে পরিবারে, বন্ধুমহলে, অফিসে বা ব্যবসায়িক সহযোগীরা সকলেই আনন্দ সহকারে তাদের হৃদয় এমনকি ওয়ালেটগুলি খূলে দিতে ইচ্ছা প্রকাশ করবে।
অন্যের কাছে নিজেকে উপস্থাপন করার জন্য, প্রত্যেকেই খুব কম সময় পান বাস্তবিক জীবনে। আর অপরিচিত ব্যাক্তির সাথে পরিচিত হতে সে সময়টা আসল কত কম, তা আগে থেকে ধারনা করা যায় না। কারন প্রত্যেক মানুষ অন্যকে অনেক দিক থেকে বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করেন প্রতিনিয়িত।
প্রথম পরিচয়ে প্রত্যেকেই অন্যের সম্পর্কে মানসিক ভাবে একটা উপলব্ধি তৈরি করে ফেলেন। চুপ করে থাকা কিংবা বেশি কথা বলা, শরীর-হাত-পা ঝকিয়ে কিংবা না ঝাকিয়ে কথা বলা, এলোমেলো ভাবে এদিক ওদিক ঘোরাফেরা/ তাকাতাকি করা বা একমুখী হয়ে থাকা, মৃদু শব্দে বা উচ্চস্বরে কথা বলা, সঠিক সৌজন্য প্রকাশ করা বা অল্প/ অধিক প্রকাশ, কথা-বার্তায় শব্দের ব্যবহার ইত্যাদি সবকিছুই সেই স্মৃতি পটে মুদ্রিত হয়।
একটি শব্দ উচ্চারণ না করলেও, শুধুমাত্র চাহনি বা নড়াচড়া দেখে SMART ব্যক্তিরা করোও সম্পর্কে প্রথম ধারনা তৈরি করে নিতে পারেন তার ব্যক্তিত্বের শতকরা ৮০ ভাগের বেশি। অন্যের সম্পর্কে প্রত্যেক মানুষই তার জ্ঞানলব্ধ সেই ধারণার আবদ্ধে থাকতে ভালবাসেন, যার অন্য অর্থ হলো, বেশিরভাগই পরবর্তীতে অন্যের প্রতি পরিবর্তিত ধারণা গ্রহণ করতে পারেন না সহজেই।
Share To:আরও পড়ুনঃ (নতুন নতুন টিপস যুক্ত হবে সময়ের সাথে, সাথেই থাকুন)
You must Register or Login to post a comment